Saturday, 24th May, 2025

শরীয়তপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকাভবন নির্মাণের অভিযোগ

Auto Draft
আদালতের নিষেধাজ্ঞা অমান্য পাকা নির্মাণের প্রস্তুতি চলছে। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ভেদরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকাবভন নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল মান্নান হাওলাদাসহ তার সহযোগিদের বিরুদ্ধে। ভুক্তভোগি ভেদরগঞ্জ নিবাসী মোঃ বাচ্চু মিয়া বেপারী এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবিতে বুধবার (১৫ ডিসেম্বর) শরীয়তপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভেদরগঞ্জ উপজেলার গৈড্যা গ্রামের মোঃ বাচ্চু মিয়া বেপারী জানান, ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান হাওলাদার তার অপর সহযোগি হানিফ বেপারী, আঃ হাই বেপারী, সিরাজ বেপারী ও অলিল ওরফে অলি বেপারী গংরা তার ভেদরগঞ্জ থানার অন্তর্গত এসএ ৪৩১ নং খতিয়ানে ১৫৪৫ নং দাগে বাগান ৪৪ শতাংশ, ১৫৪৬ নং দাগে সিকিস্তি ভূমি ১৬ শতাংশ, ১৫৪৭ নং দাগে সিকিস্তি ভূমি ৩০ শতাংশ, ১৫৪৮ নং দাগে বাড়ি ৯৬ শতাংশ, ১৫৪৯ নং দাগে নাল ৩৪ শতাংশ, সর্বমোট ২.২০ একর ভূমি হতে ২২ শতাংশ নালিশী ভূমিতে পাকাভবন নির্মাণ করার পাঁয়তারা করছে। এ ঘটনায় বাচ্চু মিয়া বেপারী ১ নভেম্বর তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদলতে একটি মামলা দায়ের করেছেন। আদালত উক্ত নালিশী ভূমিতে ১৪৪/১৪৫ ধারা জারিসহ শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য অফিসার ইনচার্জ (ওসি), ভেদরগঞ্জ থানাকে নিদের্শ প্রদান করেন। সে প্রেক্ষিতে এসআই মোঃ জামাল হোসেন ৫ নভেম্বর তারিখে উভয় পক্ষকে একটি লিখিত নোটিশ প্রদান করেন। বাচ্চু মিয়া অভিযোগ করেন, বর্তমানে তার নালিশী ভূমিতে বিবাদী পক্ষ পাকাঘর নিমার্ণের কাজ শুরু করলেও এসআই জামাল হোসেন তা বন্ধ করা বা এ বিষয়ে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছেন না।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার এসআই মোঃ জামাল হোসেন বলেন, নালিশী ভূমিতে আইনশৃঙ্খলা স্থিতি অবস্থায় আছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।