Saturday, 24th May, 2025

শরীয়তপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা

Auto Draft
শরীয়তপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সাথে জয়িতারা। ছবি-দৈনিক হুংকার।

“জয়িতা তোমরাই আমাদের বাতিঘর” প্রতিপাদ্যে শরীয়তপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‘জাতীয় অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাখাওয়াত হোসেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা প্রমূখ।
জানা গেছে, এই বছর জেলায় ৫টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতা নির্বাচন করা হয়েছে। অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী নির্বাচিত হয়েছেন গোসাইরহাট উপজেলার মোসা. বিলকিছ বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ভেদরগঞ্জের মমতাজ বেগম, সফল জননী সদরের লুতফন নেছা, সমাজ উন্নয়নে নড়িয়ার শামছুন নাহার ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী সদরের গীতা রায়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে তাদের উত্তরীয় পরিধান করান প্রধান অতিথি। পরবর্তীতে তাদের ক্রেস্ট, সনদ ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, একজন মা সন্তানের কাছে সফল জননী। পিতার সেই সুযোগ নেই। দিন শেষে একজন পিতা অসহায়। একজন সন্তানকে তার পিতা যতই কাছে ডাকুকনা কেন এক পর্যায়ে সে মায়ের কথাই বলবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের জন্য এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তাই আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‘জাতীয় অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা রেখেছেন। জয় হোক সকল মায়েদের।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।