Saturday, 24th May, 2025

যৌতুক মামলায় জামিন পেয়ে সন্তান অপহরণের চেষ্টা ও স্ত্রীকে হুমকির অভিযোগ

যৌতুক মামলায় শরীয়তপুর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পেয়েই মামলার বাদিনীকে হত্যার হুমকিসহ শিশু সন্তানকে অপহরণের চেষ্টা করেছে পাষন্ড স্বামী শামীম মাঝি। শরীয়তপুর পৌরসভার মিরচান সরদারের মেয়ে আমেনা আক্তারের একই এলাকার শামীম মাঝির সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবী করায় তার যৌতুকলোভী স্বামী শামীম মাঝির বিরুদ্ধে আদলতে মামলা করে আমেনা। আসামী আদালত থেকে জামিন পাওয়ার পরে শিশু সন্তান নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বাদী। এ বিষয়ে গৃহবধূ আমেনা আক্তার শনিবার পালং মডেল থানায় নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আরো একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, ২৫ নভেম্বর শরীয়তপুর ম্যাজিস্ট্রেট আদালত থেকে যৌতুক মামলার আসামী শামীম মঝি জামিন পায়। ওইদিন রাতেই শামীম মাঝি আমেনা আক্তারের বাবার বাড়ির নিকট ওৎ পেতে থাকে এবং তার শিশু সন্তান সানবীর হাসানকে অপহরণের চেষ্টা করে। সেই সময় স্থানীয় লোকজনের বাধার মুখে পড়ে শামীম পালিয়ে যায়। বর্তমানে আমেনা আক্তারকে হত্যার হুমকি দিচ্ছে সে। এতে শিশুসন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে আমেনা আক্তার।
আমেনা আক্তার জানায়, ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর একই এলাকার শামীম মাঝির সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার পিতার কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করে স্বামী শামীম মাঝি। যৌতুক প্রদানে অপারোগতা জানালে আমেনার উপর নানা অত্যাচার শুরু হয়। অবশেষে ২২ নভেম্বর স্বামী শামীম মাঝিসহ ৩ জনকে আসামি করে আদালতে মামলা করেন আমেনা। ২৫ নভেম্বর মামলার বাদিনীর অনুপস্থিতিতেই শরীয়তপুর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যৌতুক মামলার প্রধান আসামী জামিন পান।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।