
ভেদরগঞ্জ উপজেলা ছয়গাঁও ইউনিয়নের দামগাড়িয়া গ্রামের প্রায় ২ শতাধিক পরিবারের মাত্র ৮শ মিটার সড়কের জন্য সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে। বর্ষায় কাঁদা আর গ্রীষ্মে ধূলা মাড়িয়ে সফি উদ্দিন সরদারের বাড়ি থেকে কুদ্দুস মাস্টারের বাড়ি হয়ে এলাকার ২ হাজার মানুষকে বাংলা বাজার-বিঝারী পাঁকা সড়কে উঠতে প্রতিনিয়ত চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ছয়গাঁও ইউনিয়ন পরিষদ থেকে কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে মাটি ভরাট করে দেয় বর্ষার পানিতে ডুবে সড়কটি যেই সেই হয়ে যায়। এ সড়কটি সংস্কারে জন্য এলাকাবাসী শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এর হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর মতে আধুনিক শরীয়তপুরের রূপকার জাতীয় বীর আলহাজ্ব আবদুর রাজ্জাকের সুযোগ্য সন্তান স্বণির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রষ্টা আমাদের এমপি সাহেব চাইলে উপজেলা বা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সড়কটি নির্মাণ করে দিলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।
দামগাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেম বেপারী বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে যাচ্ছে। দেশের বিশাল উন্নয়ন হয়েছে। আমরা এখন উন্নয়নের মহাসড়কে থাকলেও আমাদের গ্রামটি মাত্র আধা কিলোমিটার রাস্তার জন্য বছরের পর বছর কষ্ট করে যাচ্ছি। এবারের বন্যায় রাস্তাটি সম্পুর্ন রূপে চলাচলের অযোগ্র হয়ে গেছে।
কলেজ ছাত্র নাহিদ বলেন, সামান্য একটু রাস্তার জন্য আমাদের গামছা পরে যেতে হয়। দেশের আনাছে কানাছে সড়ক গুলো পাঁকা হলেও আমাদের গ্রামের এ রাস্তাটি পাঁকা না হওয়ায় আমরা চরম কষ্টের মধ্য দিয়ে যাতায়াত করি।
স্থানীয় ব্যবসায়ী শফিউদ্দিন সরদার বলেন, শুধু এই রাস্তা টুকুর জন্য আমাদের গ্রামের ২শ পরিবারের প্রায় ৩ হাজার মানুষকে পেছনে পড়ে থাকতে হয়েছে। শিক্ষা, চিকিৎসা সহ সকল কাজেই আমরা পিছিয়ে আছি। মাত্র ৮শ মিটার সড়ক স্থায়ী ভাবে পাঁকা করা হলে আমরা সরাসরি গাড়ী নিয়ে গ্রামে যাতায়াত করতে পারি। এ ব্যাপারে আমরা মাননীয় এমপি মহোদয় সহ উপজেলা চেয়ারম্যান ও সকল কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১, ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।