Friday, 23rd May, 2025

শরীয়তপুর ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ

শরীয়তপুর ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ
শরীয়তপুর ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে অবৈধ ইটভাটা টিকিয়ে রাখতে বিক্ষোভ মিছিল করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। ১১ মার্চ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে ইটভাটা মালিক সমিতির সভাপতি আ. জলিল খানসহ বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা জানায়, ২০০০ সালের আগে থেকেই শরীয়তপুরে ইটভাটা স্থাপন করে ইট উৎপাদন শুরু হয়। পর্যায়ক্রমে জেলায় ৬২টি ইটভাটা ছিল। ২০১৪ সালের পরিবেশ আইনের চাপে ইতোমধ্যে অর্ধেক ভাটা বন্ধ হয়ে গেছে। যে ইটভাটা গুলো সচল রয়েছে সেই ভাটার কাগজপত্র হালনাগাদ করা হয় না। বিভিন্ন সময় প্রশাসন অভিযান চালিয়ে ভাটাগুলোতে বড় অংকের জরিমান করে। ইতোমধ্যে কয়েটি ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনি ভাবে চলতে থাকলে ইটভাটা মালিকরা পথে বসবে। সাথে সাথে ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। তাই জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি আগামী ৫/৬ বছর যেন আমাদের ইটভাটা গুলো সচল রাখার অনুমতি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।