Friday, 23rd May, 2025

গোল্ডেন’ ৯২ শরীয়তপুরের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

গোল্ডেন’ ৯২ শরীয়তপুরের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
গোল্ডেন’ ৯২ শরীয়তপুরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি- দৈনিক হুংকার।

গোল্ডেন’ ৯২ শরীয়তপুর এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকার ৫টায় জেলা শহরের চিকন্দী ফুড পার্কে ইফতার পার্টিতে বিভিন্ন উপজেলা থেকে গোল্ডেন’ ৯২ শরীয়তপুরের সদস্যরা উপস্থিত হয়।
যারা ১৯৯২ সনে এসএসসি, দাখিল বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে তারাই এই সংগঠনের সদস্য। দীর্ঘদিন পরে হলেও বন্ধুদের উপস্থিতিতে চিকন্দী ফুড পার্ক এক মিলন মেলায় পরিনত হয়। নিজ নাম, পরিচয় ও কর্মস্থলের বর্ননা দিয়ে একে অপরের সাথে সক্ষ্যতা গড়ে তোলেন। এমনি ভাবেই ইফতারের সময় ঘনিয়ে আসে। মিলাদ ও দোয়া প্রার্থনার মধ্য দিয়ে ইফতারের পূর্ব মূহুর্তের সময় অতিবাহিত হয়।
আযানের ধ্বনি শুনে একযোগে বন্ধুদের ইফতার শুরু হয়। ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করে পুনরায় বন্ধুরা একত্রিত হয়। সেখানে সংগঠনের আহবায়ক এডভোকেট মনির মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব চান মিয়ার সঞ্চালনায় আলোচনা অংশগ্রহণ করেন পালং মডের থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, সংগঠনের সদস্য রফিক মাস্টার, তাজুল ইসলাম, চান শিকদার, মন্টু তালুকদার, জিএস বাবু, এডভোকেট শাহজাহান, পালং-জাজিরা সংসদীয় আসনে এমপি প্রার্থী গোলাম মোস্তফা, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, আক্তার শরীফ, শিক্ষিকা শিখা মোদক, জাহাঙ্গীর, সেলিম প্রমূখ।
বন্ধুদের প্রতি আস্থা রেখে আলো চনায় উঠে আসে, ‘সম্মান, ভালোবাসা ও বিশ্বাসের সমন্বয়েই বন্ধুত্ব’। এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে মাঝেমধ্যেই একত্রিত হওয়া খুব জরুরী। মাঝে মধ্যে বন্ধুদের মিলন মেলা সম্পর্ককে অটুট রাখতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।