Friday, 23rd May, 2025

শরীয়তপুরে বিনামূল্যে অর্থোপেডিক্স বিষয়ক পরামর্শ ও সেবাদান কর্মসূচি

তারুণ্যের মেলা-২০২৫ উপলক্ষে বিনামূল্যে অর্থোপেডিক্স বিষয়ক পরামর্শ ও সেবাদান কর্মসূচির আয়োজন করেছেন শরীয়তপুর জেলা প্রশাসন। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরামহীন ভাবে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. দিবাকর সরকার সকল বয়সী রোগীদেও সেবা প্রদান করেন। ৫ জন সহকারির সমন্বয়ে গঠিত টিম নিয়ে এই বিশেষজ্ঞ ডাক্তার ৩ শতাধিক রোগেীকে সেবা দিয়ে থাকেন। যে সকল রোগীরা পরবর্তীতে বিনামূল্যে ডাক্তারের পরামর্র্শ ও সেবা গ্রহণ করবেন তাদের জন্য থাকছে অনলাইন কল সুবিধা।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, আমরা দেখেছি বিভিন্ন সময় ফ্রি মেডিকেল টিম সেবা প্রদান করে। তবে কোনো অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক সেই টিমে থাকে না। তাই আমরা তারুণ্যের মেলা উপলক্ষে বিনামূল্যে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার এনেছি। এই ডাক্তারের মাধ্যমে সকল বয়সী মানুষ সেবা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।