Friday, 23rd May, 2025

গোসাইরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে প্রেসব্রিফিং ও সেমিনার

গোসাইরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে প্রেসব্রিফিং ও সেমিনার
গোসাইরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে প্রেসব্রিফিং ও সেমিনারে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন। ছবি-দৈনিক হুংকার।

গোসাইরহাট উপজেলা পরিষদ হলরুমে ১৪ জুলাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠিত হয়। “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে- নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে”। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার, গোসাইরহাট থানা ওসি তদন্ত, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার কল্যান কুমার সরকার, কোদালপুর ইউ’পি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, ইদিলপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, ইদিলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক মিঞা, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ (কাওসার), সহ-সভাপতি মনিরুজ্জামান মনা দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম নাজমুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।