
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। জানা গেছে, মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে তারা বিক্ষোভ করছেন।
বিক্ষোভকারীরা জানান, সকাল ১০টার দিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জড়ো হন এবং পরে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে যান।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি কর্ণপাত করেনি।
বিক্ষোভের সময় তারা নানা স্লোগান দেন। এর মধ্যে হলো- ‘তুমি কে আমি কে, ডাক্তার ডাক্তার’, ‘দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই’, ‘আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন’।
তারা জানান, ২৫ হাজার টাকা বেতনে ঢাকা শহরে থাকা খুব কষ্টকর। যার কারণে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন তারা। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে।
এদিকে চিকিৎসকদের হঠাৎ অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে রীতিমতো দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।