Tuesday, 20th May, 2025

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ
সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করছেন অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

বিভিন্ন দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থায়নে ৮০ জন শিক্ষার্থীর মাঝে পোষাক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠান। সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফিরোজ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য, ষ্টান ইউনিভার্সিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আজম স্বপন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ ছ্ত্রা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম তালুকদার আলমগীর, মোঃ সালাহ উদ্দিন স্বপন, দাতাদের পক্ষে এ্যাডভোকেট শিরিন সরদার, সমাজসেবী সুফিয়া রত্না। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ কুমার বারুরী। বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি মো: ফারুক খান, ম্যানেজিং কমিটি সদস্য সরদার তোতা, মুজাম্মেল হক মৃধা ও বাশার ঢালী।
টিএবার মোট ৬টি ব্যক্তি প্রতিষ্ঠান এ পোষাক বিতরণে আর্থিক সহায়তা প্রদান করে। দাতা প্রতিষ্ঠান গুলো হলো মরহুম সরদার সেকান্দার আলী কল্যাণ ট্রাস্ট, মরহুম জামিলা লতিফ মেমোরিয়াল ট্রাস্ট, মরহুম জানে আলম সরদার কল্যাণ ট্রাস্ট, মৌলভী কলিম উল্লাহ ফাউন্ডেশন ও শাহ্আলম ইনু তপাদার।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।