Tuesday, 13th May, 2025

শরীয়তপুরে সাব-ইন্সপেক্টর পদে ২৩ জনকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসপি

শরীয়তপুরে সাব-ইন্সপেক্টর পদে ২৩ জনকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসপি
নতুন নিয়োগ প্রাপ্ত সাব-ইন্সপেক্টরদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে নতুন নিয়োগকৃত ২৩ বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পুলিশ অফিসারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে ৭ জুন বেলা ১১টায় বহিরাগত ক্যাডেট পুলিশ সাব-ইন্সপেক্টর পদে ২০২০ সালে সদ্য নিয়োগ প্রাপ্ত শরীয়তপুর জেলার ২৩ জনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তিনি। এসময় বহিরাগত ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানসহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করেন পুলিশ সুপার।
এসময় পুলিশ সুপার বলেন, সবাইকে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। জনগণের আস্থার পুলিশ হতে হবে সকলকে। ধৈয্যের সাথে সকলকে প্রশিক্ষণ নিতে হবে। এছাড়াও সকলকে করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসাসহ বহিরাগত শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর প্রশিক্ষণে প্রেরণের পূর্ব প্রস্তুতি ও পুলিশ প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা দেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলাম, আরও-১ মোঃ মতিউর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।