Saturday, 17th May, 2025

ডামুড্যায় তারুণ্যের উৎসবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

ডামুড্যায় তারুণ্যের উৎসবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
ডামুড্যায় তারুণ্যেও উৎসবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীগণ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুররে ডামুড্যায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টার সময় ডামুড্যা পৌরসভার উদ্যোগে দক্ষিণ ডামুড্যা এলাকা সহ পৌর শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানকে সামনে রেখে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোবারক হোসেন সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিনব্যাপী চলা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।