Saturday, 17th May, 2025

সিড্যা কারী তোরাব আলী মাদ্রাসায় পুরস্কার বিতরণ

সিড্যা কারী তোরাব আলী মাদ্রাসায় পুরস্কার বিতরণ
সিড্যা কারী তোরাব আলী মাদ্রাসায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আবু তালহা। ছবি-দৈনিক হুংকার।

ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী কারী তোরাব আলী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার, ২০২৪ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ডিসেম্বর) সকালে সিড্যা ইউনিয়নের মদিনাবাগস্থ মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা চিত্র শিল্পী আলহাজ¦ এইচ এ রহিম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আবু তালহা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব মো: হাবিবুর রহমান হাবীব, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম আব্বাসী, মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল খালেক। বক্তব্য রাখেন ডাঃ আলী আজ্জম, রামেদ বীন হাসেমী, আক্তার হোসেন খান, মজিবুর রহমান প্রমূখ।
পরে অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় মাদ্রাসার পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।