
‘স্মার্ট জুডিসিয়ারি স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে শরীয়তপুরে সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা এবং এডিআর বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বুধবার বিকেলে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও চিতলিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম হাওলাদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাবিক হোসেন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. খালেদ মিয়া।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্বুদ্ধকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠানে অতিথিবৃন্দ জানায়, দরিদ্র থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের আইনগত পরামর্শসহ সকল প্রকার সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকার প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। সেখান থেকে সকল মানুষকে আইনগত সহায়তা প্রদান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, এডিআরের মাধ্যমে বিরোধ নিস্পত্তি করা হয়। গরীব অসহায় মানুষকে আইনী সহায়তার পাশাপাশি মামলার সকল ব্যয় সরকার বহন করে। বিগত ১৪ মাসে কোন প্রকার মামলা ছাড়া ১ কোটি ৮০ লাখ টাকা আপোষ মীমাংসার মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারকে পাইয়ে দেয়া হয়েছে। যে সকল বিষয় স্থানীয় শালিশীতে আপোষ মীমাংসা করা সম্ভবন না সেই বিষয়ে সকলকে জেলা লিগ্যাল এইড অফিসে যাওয়ার জন্য আহবান জানানো হয় সভা থেকে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১, ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।