
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পূর্ব ডামুড্যা ইউনিয়নের খাদ্য গুদামে সরকারি ভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।
বুধবার (১৭ মে) সকাল ১১ টার সময় উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ওসিএলএসডি মোঃ বুলবুল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন প্রান্তিক কৃষকের কাছ থেকে দুই মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ওসিএলএসডি মোঃ বুলবুল আহমেদ জানান, এ বছর চাল ৪৪ টাকা কেজি দরে ২৪৬ মেট্রিক টন ও ধান ৩০ টাকা কেজি দরে ২৬৫ মেট্রিক টন সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো রকম হয়রানি ছাড়াই কৃষকরা যাতে সহজেই গুদামে ধান সংগ্রহ করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১, ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।