
গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে মো. আরমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরমান উপজেলার দাশের জঙ্গল গ্রামের মো. মনির হোসেনের ছেলে। রবিবার (৯ এপ্রিল) সকাল পোনে ৮টার দিকে উপজেলার দাশের জঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় আরমান কে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে তার বাবা মনির। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মনির হোসেন জানান, আমি সকালে ঘুম থেকে উঠে আরমান কোথায় জানতে চাইলে ওর মা বলে আরমান খেলতেছে এই শুনে আমি দাঁত মাজদে মাজদে পুকুর পাড়ে যাই। হঠাৎ পুকুরের দিকে আমার চোখ যায় এসময় দেখি আমার ছেলে পানিতে ভাসতাছে। এরপরে আমি চিৎকার করতে থাকি আশপাশের লোকজন এসে তাকে পানি থেকে উদ্ধার করে।
আরমানের মা নিপা ইসলাম (২৪) জানান, আমি সকালে রান্নাঘরে ছিলাম। খেলাধুলা করছিলো আরমান এসময় কাজে ব্যস্ত আমরা সবাই আমাদের অগোছরে খেলারছলে পুকুর পাড়ে চলে যায়।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১, ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।