
ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাটি গ্রামে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে দুই গ্রামের মানুষ কোনো রকম ব্রিজের উপরে জোড়াতালি দিয়ে চলতে হচ্ছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জানা যায় ৭-৮ বছর যাবত ব্রিজটি পরে আছে জরাজীর্ণ অবস্থায়, নজরে আসে না কারো। সোমবার ১৯ ডিসেম্বর ইসলামপুর, ধানকাটি, শরীয়তপুর রোডে সরজমিনে দেখা যায় যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসী দুভোর্গের চিত্র। এই খালের উপরে নতুন ব্রিজ নির্মাণ না হলে কৃষি নির্ভর এলাকাবাসী উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘ দিন ধরে।
পথচারীরা জানান, শরীয়তপুর তথা রাজধানীর ঢাকার সঙ্গে যোগাযোগের সহজ রাস্তা হচ্ছে, ইসলামপুর ধানকাটির এই গুরুত্বপূর্ণ রাস্তাটি। এই সড়কের আশে পাশের বহু শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য উপকেন্দ্র কমিনিউটি ক্লিনিক হাটবাজারসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। শরীয়তপুর জেলাসহ বিভিন্ন জেলার হাজার হাজার লোকজন এই রাস্তা দিয়ে চলাচলা করে আসছে। ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাটি খালের উপরে জরাজীর্ণ ব্রিজটি নতুন করে নির্মাণের দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের। উপজেলা এলজিডির প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, ব্রিজের প্রাক্কলন এমএসআরডিপি প্রকল্পে প্রেরণ করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।