Friday, 9th May, 2025

ডোমসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানা হয়না সরকারি নিয়ম

ডোমসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানা হয়না সরকারি নিয়ম
ডোমসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রোগী নাই অজুহাতে বন্ধ রাখা হয়। অথচ এই সেবা কেন্দ্রে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্তত ১০টি পদ রয়েছে। অনেক কর্মকর্তা কর্মচারি সেখানে পদায়ন রয়েছে। কিন্তু ২৯ অক্টোবর শনিবার দুপুরে সেখানে কোন কর্মকর্তা কর্মচারীকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের একজন মেডিকেল অফিসার আবু রায়হান, মিড ওয়াইফ নার্স আশরাফী আক্তার, তিনজন স্বাস্থ্য সহকারী ও একজন অফিস সহকারী এবং পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা এ্যানি আক্তার শিরিন কর্মরত রয়েছেন। তারা সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করবেন। শনিবার দুপুর ১টার দিকে সেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে কেন্দ্রটি খোলা দেখা গেছে। সেবা কেন্দ্রের ভেতরে অনেক গুলো কক্ষের মধ্যে মিড ওয়াইয় নার্সের কক্ষটি খোলা থাকলেও সেখানে দায়িত্বরত কাউকে দেখা যায়নি। তবে মিড ওয়াইফ নার্সের কক্ষের দেয়ালে ও পরিবার পরিদর্শিকার দরজার সাথে তাদের ফোন নম্বর লেখা ছিল। সেই নম্বরে কল করলে মিড ওয়াইফ নার্স আশরাফী আক্তার চলে আসেন। রোগী কম থাকায় তিনি তার কক্ষে চলে গেছেন জানান। এছাড়াও এমএলএসএস সোহাগ এসেছিলেন। মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা শনিবার সেবা কেন্দ্রে আসেনি।
স্থানীয়রা জানায়, এই স্বাস্থ্য কেন্দ্র একই ভাবে প্রতিদিন চলে। সকাল ১০টার আগে কোন স্টাফ আসে না। যারা আসেন তারাও ১২টার মধ্যে চলে যায়। এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এলাকাবাসীর কোন উপকারে আসেনা।
মেডিকেল অফিসার আবু রায়হান ও পরিবার কল্যাণ পরিদর্শিকা আশরাফী এ্যানি আক্তার শিরিন এর ফোন নম্বরে কলেও তারা কল রিসিভ করেনি। তাই তাদের মতামত ব্যক্ত করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।