
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২২ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু। সোবমার বিকেলে এমপির ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অমিত ঘটক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি ধর্মাবলী নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের সংখ্যালঘু ভেবে ভয় পাবেন না। আপনাদের মাঝে একতা ফিরিয়ে আনতে হবে। আমি বিশ্বাস করি আপনারা নৌকা প্রতিক পছন্দ করেন। বিশেষ করে চিতলিয়া ও শৌলপাড়া ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সামান্য কয়টি ভোটে ফেল করেছে। অনেক সময় স্থানীয় চাপে নৌকায় ভোট দিতে পারে না। ইউনিয়ন পরিষদ ও জাতীয় সংসদে নৌকা প্রতিকের মধ্যে কোন পার্থক্য নাই। আমি আশা করব নৌকা শেখ হাসিনার প্রতিক। আপনারা নৌকায় ভোট দিবেন।
এই সময় শরীয়তপুর-১ নির্বাচনী আসনের অবস্থিত ৩৫টি সার্বজনিন পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন এমপি ইকবাল হোসেন অপু।
মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদস্য এডভোকেট আলমগীর মুন্সী, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, ধর্মাবলম্বী নেতা অনিক ঘটক চৌধুরী, সুশিল চন্দ্র দেবনাথ সহ সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।