
করোনাভাইরাস বিস্তার রোধে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে দেশের শ্রমবাজারের কথা বিবেচনায় আগের মতোই সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেহেতু সাত দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে, তাই ফ্লাইট চলাচলের বিধি-নিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।