Friday, 16th May, 2025

বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন পাইক এর অভাব অপুরনীয়: পানিসম্পদ উপমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন পাইক এর অভাব অপুরনীয়: পানিসম্পদ উপমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন পাইক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। ছবি-দৈনিক হুংকার।

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সরকারের পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন পাইক ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন, তিনি জাতির পিতার আহবানে মুক্তি যুদ্ধ করে যেমন দেশ স্বাধীন করেছিলেন। তেমনি স্বাধীন দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার জন্য জাতির জনকের কন্যার নেতৃত্বে আওয়ামীলীগের পতাকা তলে থেকে দেশ মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি আমৃত্যু শরীয়তপুর জেলা পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ছিলেন। এ বীর মুক্তিযোদ্ধার অভাব কোন দিন পুরণ হবার নয়।
তিনি বুধবার (২২ নভেম্বর) ভেদরগঞ্জ উপজেলার চরভাগা পাইক বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন পাইক-এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাতে অংশ নিয়ে এ কথা বলেন। এ সময় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের স্বজনেরা উপস্থিত ছিলেন। এর পূর্বে মন্ত্রী তার রত্নগর্ভা ‘মা’ দাদা-দাদী ও পরিবারের সদস্যদের কবর জিয়ারত, দোয়া মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।