Friday, 16th May, 2025

নড়িয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার

নড়িয়া উপজেলার কান্দাপাড়া গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেছে একই এলাকার বখাটে যুবক মিন্টু মন্ডল (২৪)। ঘটনা কাউকে না বলার জন্য শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক মিন্টু মন্ডল। রোববার বিকেল ৪টার সময় নড়িয়া উপজেলার কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অভিযোগের ভিত্তিতে ধর্ষক মিন্টু মন্ডলকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।