Tuesday, 13th May, 2025

দরিদ্র্যদের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া লোহাগাড়ার ঈদ অানন্দ উৎসব ২০২০’

করোনাভাইরাসের সংক্রমণ প্রার্দুভাবে জনজীবন স্থবির। দরিদ্র্য মানুষের পেটে ভাত পড়ছে কম। অর্থের টান পড়ায় সামনের ঈদ নিয়ে দুঃচিন্তা পড়েছেন অনেক হতদরিদ্র্য মানুষ।

আর্থিক টানপোড়েনে থাকা ১০০ মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। তিনি তাদের হাতে তুলে দিয়েছেন ‘ঈদ আনন্দ ২০২০’ এর উপহার। ব্যক্তিগত উদ্যোগে বিলি করা এসব ঈদ উপহারের মধ্যে ছিল সেমাই, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়ো দুধ, সয়াবিন তেল, নুডলস ও চাল।
বৃহস্পতিবার দুপুরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
এই বিষয়ে হাসানুজ্জামান মোল্যা কালের কণ্ঠকে বলেন, করোনায় নিম্নআয়ের মানুষের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। তাদের ঘরে ঈদের আনন্দ নেই। এই কারণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।