
ভেদরগঞ্জ উপজেলায় তরুণ ফুটবলারদের আয়োজনে আব্দুর রাজ্জাক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৭ জুন বিকাল ৫টায় ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জাতীয় বীর সাবেক পানি সম্পদ মন্ত্রী জাতীয় নেতা আলহাজ্ব আবদুর রাজ্জাকের জেষ্ঠপুত্র স্বণির্ভর শরীয়তপুরের রূপকার ইয়ং বাংলার আহবায়ক শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এবিএম রাশিদুল বারি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন সাবেক মেয়র ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধনী খেলায় ছয়গাঁও ইউনিয়ন ফুটবল একাদশ ০-৩ গোলে নড়িয়াকে পরাজিত করে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।