Tuesday, 13th May, 2025

শরীয়তপুরে গাঁজাসহ সোহাগ গ্রেফতার

শরীয়তপুরে গাঁজাসহ সোহাগ গ্রেফতার
শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে আটককৃত গাঁজা ব্যবসায়ী সোহাগ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক অপুর্ব বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহাগ মুন্সী কে গ্রেফতার করেছে। আটক সোহাগ মুন্সী শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের মৃত গফুর মুন্সির ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানাগেছে।
অভিযানে নেতৃত্বদানকারী শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক অপুর্ব বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজনদারী বাড়িয়ে অভিযানের মাধ্যমে এলাকার চিহ্নিত মাদক সম্রাট সোহাগকে তার বসত ঘর থেকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করি। এ ব্যাপারে পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর মতে মাদক সম্রাট সোহাগ গ্রেফতার হওয়ায় তাদের এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।