
জেলার ডামুড্যায় “মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্য কে সামনে রেখে ১ নভেম্বর রোববার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, (অতিরিক্ত) যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন ঢালী, শিধলকুড়া ইউপি চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর। সভা পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহিম।
আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুব মহিলা ৫২ জনের মধ্যে ৮ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেন, ছাত্রী-ছাত্রদের এখনই সময় কাজ শুরু করে দেওয়ার। তিনি বলেন যুব উন্নয়ন কর্মকর্তাদের অফিসে বসে থাকা চলবে না। আপনার মাঠে গিয়ে যাচাই বাছাই করুন কারা বেকার আছে কারা যুবক আছে। পাড়া মহল্লায় বুঝাতে হবে। যুবকদের আনতে হবে তাদের ট্রেনিং দিয়ে দিলেই তারা কাজ করে জীবন যাপন করতে পারেন। বিদেশ যান তারাও একটা ট্রেনিং নিয়ে যান। যুব বাছাইকারীদেরও বুঝে বাছাই করে আনতে হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।