
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে নবগঠিত নড়িয়া উপজেলা ও নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নির্দেশে নবগঠিত আহবায়ক কমিটির প্রথম কর্মসূচি ছিল এটি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরে-আলম আশিক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আরেক ছাত্রনেতা ইকবাল সিকদার শিপন।
নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব ও নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসী নেতৃত্বে উপজেলা ও কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সকল সদস্য এ কর্মসূচিতে অংশ নেয়।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।