Sunday, 11th May, 2025

ভেদরগঞ্জে ইলিশ রক্ষা অভিযানে ৩৬ জেলের দন্ড

ভেদরগঞ্জে ইলিশ রক্ষা অভিযানে ৩৬ জেলের দন্ড
ভেদরগঞ্জে ইলিশ রক্ষা অভিযানে জব্দকৃত মাছ। ছবি-দৈনিক হুংকার।

মা ইলিশ রক্ষার অভিযানের ১৪ তম দিনে ২৭ অক্টোবর সন্ধা ৬টা থেকে ২৮ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে সখিপুর থানা পুলিশ ও মৎস্য অফিসের সহযোগিতায় মা-ইলিশ সংরক্ষন অভিযান চালিয়ে ৩৬ জেলে, ৪৫ হাজার মিটার কারেন্ট জাল, ৪০ কেজি মা ইলিশ মাছ ও ১টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে। জব্দকরা মা ইলিশ মাছ গুলো এতিমখানায় বিতরন করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ৩৬ জেলেকে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বসিযে ২১ জনকে কারাদণ্ড ও ১৫ জনকে অর্থদন্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।