
শরীয়তপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে এই ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। জেলার যে সকল মন্দিরে দূর্গা পূজা উদ্যাপন করা হয় সে সকল মন্দির সহ উল্লেখযোগ্য অন্যান্য বড় মন্দিরেও এই বৃক্ষ রোপন করা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সমীর চন্দ্র শীল, যুগ্ম আহবায়ক রুপক চক্রবর্তী, সৈকত ভট্টাচার্য, নিলয় ভাট্টাচার্য, সদস্য শিমুল গুহ, রবিন চ্যাটার্জী, অপূর্ব মন্ডল, আকাশ চক্রবর্তী, সঞ্জিত বাড়ৈ সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
ধানুকা মনসা বাড়ি মন্দির কমিটির সভাপতি শ্রী শ্যামাপদ চক্রবর্তী বলেন, আমাদের মন্দিরে শরীয়তপুর জেলা ছাত্র ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এসে একটি বেল বৃক্ষের চারা রোপণ করেছে। বেল পাতা পূজাসহ আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় বস্তু। এমন একটি মহৎ উদ্যোগ গ্রহন করায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
শরীয়তপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, যুবক ও ছাত্র ঐক্যের সমন্বয়ে ছাত্র ও যুব ঐক্য পরিষদ মন্দিরে মন্দিরে যে বেল বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহন করেছে তাতে আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি নিজ উদ্যোগে হলেও আমাদের বেল বৃক্ষ রোপন করা প্রয়োজন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।