Friday, 9th May, 2025

ক্রেতাদের নাগালের বাহিরে আলুর দাম

ক্রেতাদের নাগালের বাহিরে আলুর দাম
গোসাইরহাটের কাঁচা বাজার। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বিভিন্ন বাজারে পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। এতে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে চলে যাচ্ছে।
আজ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজর সহ বিভিন্ন স্থানে ঘুরে, দেখা যাচ্ছে প্রতি কেজি আলু খুচরা বাজারে ৪৫-৫০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে এর মূল্য ২/১ টাকা কম দেখা গেছে।
এ নিয়ে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকার বা আড়তদারদের উপর আলুর দাম নির্ভর করছে, খুচরা ব্যবসায়ীরা এখানে অসহায়। এদিকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করছে না কোন আড়তদার। ফলে তাদের বেঁধে দেওয়া দামেই খুচরা বিক্রেতাদের কিনতে হচ্ছে। আর সরকারের নির্ধারিত মূল্য হচ্ছে উপেক্ষিত। আর এর দায় গিয়ে পরছে সাধারণ ক্রেতাদের উপর। বিষয়টি কিছুই জানে খুচরা বিক্রেতারা। তারা বলছেন যে দামে কিনি সেই দামেই বিক্রি করি।
ক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, জেলা ও উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করলে সে সময়েই কিছুটা দাম কমে। তারা চলে যাওয়ার পরে যেই লাউ সেই কদু হয়ে যায়। বিষয়টি বাজার ব্যবসায়ী সমিতি সহ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ক্রেতা অধিকার সংরক্ষণ করলেই কেবল বাজার দর নিয়ন্ত্রনে আসবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।