Tuesday, 13th May, 2025

সহকারী অধ্যাপক হলেন ডাঃ হেলাল

সহকারী অধ্যাপক হলেন ডাঃ হেলাল
সহকারী অধ্যাপক ডা: হেলাল। ফাইল ফটো।

জেলার ভেদরগঞ্জ উপজেলার কৃতি সন্তান ডাঃ হেলাল উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হয়েছেন।
এর পূর্বে হেলাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির গবেষনা সহকারী পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী ডাঃ নাজিয়া মেহেনাজ জ্যোতিও একই বিভাগে কর্মরত ছিলেন। করোনাযুদ্ধে বিজয়ী এ দম্পতি নিজেদের কর্মস্থলে নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছেন। এই চিকিৎসক দম্পতি করোনাযুদ্ধে জয়ী হয়ে এখন নিজেদের কর্মস্থলে চিকিৎসা সেবা দিচ্ছেন।
ডাঃ হেলালের দেহে ভাইরাস শনাক্ত হবার আগ পর্যন্ত তিনি নিজ কর্মস্থলে ছিলেন। চলমান সংকটের সময় তিনি কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে গঠিত জরুরী টেলিমেডিসিন সার্ভিসের সে প্রধান সমন্বয় ও সংগঠনের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপসম্পাদক ও বিশ্ব স্বাস্থ্য ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ। ডাঃ হেলাল তার পেশাগত পর্যায়ে পদোন্নতি লাভ করায় দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সহ ভেদরগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।