
“সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম শরীয়তপুর থেকে আলোচনা সভা আয়োজন করা হয় এবং আলোচনা সভায় কাউন্সেলর বাসুদেব চন্দ্র রায় দিবসের তাৎপর্য তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স. ম. জাহাঙ্গীর আখতার। উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী সমীর কুমার কুণ্ড, মাইগ্রেশন প্রোগ্রামের আরএসসি ম্যানেজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ্, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ নজরুল ইসলাম এবং অন্যান্য কর্মীবৃন্দ। এছাড়া সভায় বিদেশ-ফেরত অভিবাসী এবং তাদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথিবৃন্দ তাদের আলোচনায় মানসিক স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদান করেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।