Sunday, 11th May, 2025

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে জেলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে জেলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন সাফল্যমন্ডিত করতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীগন খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেত হয়। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। জেলা আওয়ামী লীগ সদস্য এ্যাডভোকেট আলমগীর মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হজরত আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগ সভাপতি এমএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক নুহুন মাদবর, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, সদর উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক হোসেন সরদার প্রমূখ। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসন খান।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কেঁটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন ও মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।