Friday, 9th May, 2025

ভেদরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জে জাহানারা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ তার শোবার ঘর থেকে উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ।
নিহত জাহানারা বেগম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ভুঁইয়া কান্দি গ্রামের মৃত আব্দুল হাসেম বেপারীর ছেলে রিপন বেপারীর দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় ভাবে জানাগেছে, উপজেলার সখিপুর থানার ভূঁইয়া কান্দি গ্রামের রিপন বেপারীর ২য় স্ত্রী জাহানারা। পটুয়াখালী জেলার দশমিনা থানার খলিফা খালি গ্রামের মৃত আবুল কালাম পেদার মেয়ে দুই বছর আগে রিপনের সাথে জাহানারার বিয়ে হয়।
সখিপুর থানার উপপরিদর্শক আতিয়ার হোসেন জানান, শশুর বাড়িস্থ শোবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ জাহানারা লাশ পাওয়া যায়।পারিবারিক কলহের জের ধরে জাহানারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সখিপুর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
সখিপুর থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।