Tuesday, 13th May, 2025

নড়িয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নড়িয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করছেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক। ছবি-দৈনিক হুংকার।

কৃষি প্রযুক্তি দিয়ে করবো চাষ, সুখে থাকবো বারো মাস এই প্রতিপাদ্যে শরীয়তপুরের নড়িয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক।
উপজেলা নির্বাহী অফিসার তানভির আল নাসীফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোর্শেদুল ইসলাম, নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের ও শফিকুল ইসলাম শফিক সহ কর্মকর্তা বৃন্দ। তিন দিনব্যাপী কৃষি মেলা আগামী ১৬ সেপ্টম্বর পর্যন্ত চলবে। প্রায় ২০টি স্টল মেলায় অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।