Tuesday, 13th May, 2025

মানসিক প্রতিবন্ধী শুকুম আলীকে উপমন্ত্রীর নির্দেশে আর্থিক সহায়তা প্রদান

মানসিক প্রতিবন্ধী শুকুম আলীকে উপমন্ত্রীর নির্দেশে আর্থিক সহায়তা প্রদান
মানসিক প্রতিবন্ধী শুকুম আলীর পরিবারের আর্থিক সহায়তার চেক তুলে দিচ্ছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। ছবি-দৈনিক হুংকার।

নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের জালিয়াহাটি গ্রামের শিকলবন্ধী মানসিক প্রতিবন্ধি শুকুম আলীকে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে নড়িয়া উপজেলা প্রশাসন। ১ সেপ্টেম্বর বিকালে শুকুমের বাড়ি গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রশাসনের কর্তা ব্যাক্তিরা। এসময় নড়িয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মমিনুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার এ এফ এম মুজিবর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ বলেন, ডিঙ্গামানিক ইউনিয়নের জালিয়াহাটি গ্রামের শিকলবন্ধী মানসিক প্রতিবন্ধী শুকুম আলীর বিষয়টি স্থানীয় দৈনিক হুংকার পত্রিকাসহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশনে প্রচার ও প্রকাশের পরে বিষয়টি মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র নজরে আসে। তিনি শুকুমের সার্বিক খোঁজ খবর নেয়া সহ তাকে আর্থিক সহায়তা দানের জন্য নির্দেশ দেন। তারই নির্দেশে আজ আমরা শুকুমের খোঁজ-খবর নিয়ে তাকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দিলাম।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।