
পদ্মা নদী ভাঙ্গন, কোভিড ১৯ ও বন্যা দুর্গতদের মধ্যে বাংলাদেশ আমেরিক সোসাইটির উদ্যেগে কেদারপুর ইউনিয়নে ৫ শত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।
শনিবার (২৯ আগষ্ট) দুপুর ১ টায় কেদারপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী সংগঠন বাংলাদেশী আমেরিকান সোসাইটি থেকে কেদারপুর ইউনিয়নের ৫ শত বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে নগদ ১ হাজার করে ৫ লক্ষ টাকা বিতরন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাসার দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নড়িয়া উপজেলার (অতিরিক্ত দায়িত্ব) নির্বাহী কর্মকর্তা তানভির আল নাফিস , শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ ওহাব বেপারী,নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক মাল, আনোয়ার হোসেন বাদশা শেখ, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন,যুগ্ম-সাধারন সাধারন সম্পাদক ও মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলার পরিষদের ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা আক্তার।
বাংলাদেশী আমেরিকান সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশী আমেরিকা সোসাইটির উপদেষ্টা মন্ডলির সদস্য ইলিয়াস এম সিকদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লসএঞ্জেলেস সিটির সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশী আমেরিকা সোসাইটির যুগ্ম-সাধারন সম্পাদক শেখ শাদী আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, মিহির চক্রবর্তী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারন সম্পাদক আবু জাফর শেখ, কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) হাফেজ ছানাউল্লাহ, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার শিকারী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাদল বেপারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।