Tuesday, 13th May, 2025

শরীয়তপুরে পৌরসভার ৩ নং ওয়ার্ডে জাতীয় শোক দিবসের দোয়া অনুষ্ঠিত

শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারীর সার্বিক সহযোগিতায় ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠানে প্যানেল মেয়র মেয়র-১ বাচ্চু বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন অপু। সরকারি কর্মসূচি শেষে শরীয়তপুরে থেকে ঢাকায় যাওয়া পথে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহাম্মদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।