
শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ আগস্ট বুধবার বিকেলে শরীয়তপুর শহরস্থ মাহবুব আলম তালুকদার এর বাসভবনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ খান মেনন, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান মান্নান, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার। এসময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।