Tuesday, 13th May, 2025

শরীয়তপুরে শোক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শরীয়তপুরে শোক দিবসের আলোচনা  সভা ও পুরস্কার বিতরণ
শরীয়তপুরে শোক দিবসের আলোচনা শেষে পুরস্কার বিতরণ করছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ ও জেলা প্রশাসক কাজী আবু তাহের। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট শনিবার বিকাল ৫টায় শরীয়তপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য স্তরের ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।