Tuesday, 13th May, 2025

হাফসা নাসরিনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

হাফসা নাসরিনের প্রথম মৃত্যু বার্ষিকী  উপলক্ষে দোয়া মাহফিল
হাফসা নাসরিনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল। ছবি-দৈনিক হুংকার।

পাপরাইল মোহাম্মদীয়া এতিমখানা ও মাদ্রাসার অন্যতম শুভাকাঙ্খি, ইতালী প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক সরদার আবদুস সাত্তার তরুনের স্ত্রী হাফসা নাসরিনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়েছে।
পাপরাইল মাদ্রসা কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় ৭ আগস্ট শুক্রবার বাদ জুম্মা স্থানীয় বাইতুল আকসা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক এম. হারুন অর রশীদ, মসজিদ কমিটির সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, যুগ্ম সম্পাদক সাগর হাওলাদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ঈমাম মাও: মাসুদুর রহমান। এর পূর্বে গত ২৮ জুলাই পম মাদ্রাসায় ও ৩১ জুলাই মির্জাপুর মুন্সী বাড়ী মসজিদে অনুরূপ দোয়া ও তাবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।