Friday, 9th May, 2025

শরীয়তপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ উদ্বোধন

শরীয়তপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ উদ্বোধন
শরীয়তপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। ছবি-দৈনিক হুংকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।