Tuesday, 13th May, 2025

ডামুড্যায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ

বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” প্রতিপাদ্যের মাঝ দিয়ে সারাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শরীয়তপুরের ডামুড্যায় বৃক্ষ রোপণের করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার সময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদের সভাপতিত্বে ডামুড্যা উপজেলা সংলগ্ন শিশু পার্কে এই বৃক্ষ রোপণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার,ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কাজী রিয়েল,পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, দারুল আমান ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন খান, ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম খোকন, ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক
সভাপতির বক্তব্যে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় উৎসারিত দূরদর্শী ভাবনা হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন “বৃক্ষরোপণ অভিযান”; তারই ধারাবাহিকতায় ডামুড্যায় আজ আমরা বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করি।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।