
নাহিম রাজ্জাক এমপি বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন, করোনা পরিস্থিতির পরে আমাদের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সচল রেখেছে আমাদের কৃষকরা। তাইতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার কৃষি প্রণোদনা ঘোষণা করেছেন এই প্রণোদনা থেকে কৃষকরা ৪ শতাংশ সুদে ঋণ নিয়ে মাঠে ফসল চাষ করতে পারবেন। এ ছাড়াও ১৪ হাজার ৫০০ কোটি টাকার ভর্তুকি কার্যক্রম অব্যাহত রয়েছে। সার, সেচ ছাড়াও এই ভর্তুকি খামার যন্ত্রপাতি ক্রয়ে ব্যবহার করা যাবে। কৃষকের আর্থিক অবস্থার কথা মাথায় রেখেই গত নির্বাচনের ইশতেহারে আওয়ামী লীগ বলেছিল ‘সহজ শর্তে সময়মত কৃষি ঋণ, বিশেষ করে বর্গাচাষীদের জন্য জামানতবিহীন কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আন্দোলনের নামে আবারো বিএনপি হিস্রতা প্রকাশ করেছে। তারা জাতীয় সম্পদ পুলিশকে হত্যা করেছে, জাতির বিবেক সাংবাদিকের উপর হমালা, প্রধান বিচারপতির বাড়িতে ও জীবন রক্ষার নিরাপদ স্থান হাসপাতালে হামলা চালিয়েছে। তারা তাদের পুরানো আগুন সন্ত্রাসের মাধ্যমে হত্যার রাজনীতিতে নেমেছে।
সোমবাবার (৬ নভেম্বর) দুপুরে তার নির্বাচনী এলাকা ভেদরগঞ্জে বিনামূল্যে সার-বীজ, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, উপজেলা কৃষক লীগ সভাপতি সোয়েব আকন্দ। এ সময় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম।
উপজেলা কৃষি অফিসার জানান, আজ আমরা আমাদের উপজেলার ৪ ইউনিয়ন ও এক পৌরসভায় ২ হাজার ১৫১ জনকে সহ উপজেলায় মোট ৭ হাজার ৬২৬ জনকে সার-বীজ ও উপকরণ প্রদান করা হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।