Friday, 9th May, 2025

গোসাইরহাট পৌরসভা ‘খ’ শ্রেণীতে উন্নিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন

গোসাইরহাট পৌরসভা ‘খ’ শ্রেণীতে উন্নিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন
নাহিম রাজ্জাক এমপি’র নেতৃত্বে গোসাইরহাট পৌরসভার মেয়র আব্দুল আউয়াল সরদার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলার সর্বশেষ গঠিত ও প্রথম বার নির্বাচন অনুষ্ঠিত গোসাইরহাট পৌরসভাকে ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার ৮১১ নং স্মারকে জারি করা পরিপত্রে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহাবুবুর রহমান ভুইয়া এ পরিপত্রে স্বাক্ষর করেন। গোসাইরহাট পৌরসভাকে ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নিত করার সংবাদ পাওয়ার পরপরই শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এর নেতৃত্বে গোসাইরহাট পৌরসভার মেয়র আব্দুল আউয়াল সরদার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।