Friday, 9th May, 2025

মোংলায় ৪৫ পরিবারকে বিশুদ্ধ পানির ট্যাংক দিল সালোম

মোংলায় ৪৫ পরিবারকে বিশুদ্ধ পানির ট্যাংক দিল সালোম
মোংলায় বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করছেন সালোম এর কর্তকর্তাবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম এর সুবিধাভোগীদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মোংলা উপজেলার মোংলা পোর্ট পৌরসভা, চাঁদপাই, বুড়িরডাঙ্গা ও চিলা ইউনিয়নের ৪৫ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করা হয়। দাতা সংস্থা টিয়ার ফান্ডের সহযোগিতায় ৩০ অক্টোবর সোমবার দুপুর ১ টায় চার্চ অব বাংলাদেশ চত্বরে ৪৫টি পরিবারকে ১৫০০ লিটারের পানির ট্যাংক তুলে দেন সংস্থাটির কর্মকর্তারা।
সালোম মোংলার কো-অর্ডিনেটর সৌরেন্দ্র মন্ডলের সভাপতিত্বে ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সোহান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইনগর সেন্ট যাকোব চার্চের পুরোহিত রেভাঃ ফিলিপ বিশ্বাস, কম্প্যাশন ইন্টারন্যাশনাল, বিডি-৩৩৬ মোংলা শাখার ম্যানেজার প্রবীর বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালোম মোংলার মনিটরিং অফিসার শিমন বিশ্বাস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সালোম মোংলার প্রোগ্রাম অফিসার ম্যাথিসন মিল্টন বাড়ৈ, জেন্ডার অফিসার এলিজাবেথ সরকার, কমিউনিটি অর্গানাইজার ক্রিষ্টিনা হিয়া বাড়ৈ, খ্রীষ্টিনা লিনা নাথ, কেয়া তালুকদার, সুজয় হালদার ও দোয়েল মন্ডল।
সালোম মোংলার এরিয়া ব্যবস্থাপক সৌরেন্দ্র মন্ডল বলেন, দাতা সংস্থা টিয়ার ফান্ডের সহযোগিতায় মোংলা উপজেলায় প্রকল্পের সুবিধাভোগী পরিবার গুলোকে আমরা খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তাসহ জীবিকা নির্বাহ উপকরণ দিয়ে সহায়তা করে যাচ্ছি। এ ধাপে
আমরা ৪৫ টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করেছি। পর্যায়ক্রমে এ সহায়তা অব্যাহত থাকবে। ২০১৮ সাল থেকে মোংলা উপজেলার ৩০০টি পরিবারের মাঝে বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেছে উন্নয়ন সংস্থা সালোম।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।