Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডামুড্যায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ডামুড্যায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করছেন অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় পালিত হয়েছে শেখ রাসেল দিবস।
দিবসটি উপলক্ষে ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বুধবার (১৮ অক্টোবর) উপজেলা চত্বরে সকাল ১১টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।
পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ডামুড্যা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য সংগঠন।
পরে একটি বিশাল র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশন (ভূমি) সবিতা সরকার, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, উপজেলা সমবায় অফিসার মোঃ রাশেদুল আলম, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জাহিদ হাসান, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ওসমান গনি, উপজেলা আইসিটি অফিসার লিটন মুন্সীসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক এবং শিক্ষর্থীবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।