Friday, 9th May, 2025

শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে বঙ্গমাতা এঁর ৯৩ জন্মদিন পালন

শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে বঙ্গমাতা এঁর ৯৩ জন্মদিন পালন
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করছেন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম সহ অন্যান পুলিশ কর্মকর্তাগণ। ছবি-দৈনিক হুংকার।

“সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যের মাঝ দিয়ে শশরীয়তপুর জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন নানান আয়োজনে পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার বদিউর জামানসহ পুলিশ বাহিনীর একটি চৌকুস দল।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।