মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডামুড্যায় অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

ডামুড্যায় অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন নাহিম রাজ্জাক এমপি। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০ টায় ডামুড্যা উপজেলা প্রশ
াসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে উপজেলা চত্বর থেকে ৬৭টি পরিবারের মাঝে ৭৫ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে ঢেউটিন ওন নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাহিম রাজ্জাক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, দারুল আমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল হক মিন্টু শিকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, শিধলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ, সিড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু, ধানকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা রতন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রুবেল, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরাগণ।
নাহিম রাজ্জাক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমার নির্বাচনী এলাকায় যেকোনো সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার এলাকার অসংখ্য দুঃস্থ মানুষ রয়েছেন যারা ঢেউটিনের অভাবে নিজেদের ঘর তৈরি করতে পারছেন না। চলছে বর্ষাকাল তাই ঢেউটিন গুলো অসহায় পরিবারের জন্য খুব প্রয়োজন। অনেকের নগদ টাকার অভাবে সরঞ্জাম কিনতে পারছিলেন না, তাই আজ ৬৭ জনের মাঝে প্রায় সাড়ে ৩ লাখ টাকা বিতরণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।