
জাজিরায় বজ্রপাতে লোকমান হোসেন মুন্সি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৭ মে শনিবার দুপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যায়। নিহত লোকমান হোসেন মুন্সি শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৫নং ওয়ার্ডের আহাদি মাদবর কান্দি গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ শনিবার দুপুর দেড় টার দিকে লোকমান হোসেন মুন্সি নিজ এলাকার কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে লোকমান হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।